“মধ্যস্থ করবারির উৎপাদক, ভােক্তা ও সামজের প্রতি বিভিন্ন ধরণের কার্যবলি রয়েছে। এ উক্তির যর্থাথতা উল্লেখ কর।
বর্তমান বিশ্বে যেকোন অর্থনীতিতেই মধ্যস্থ ব্যবসায়ীদের উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়। এরা যেমন একদিকে শিল্প-কারখানায় কাঁচামাল ও অন্যান্য আনুষঙ্গিক পণ্যসামগ্রী যোগান দেয়, তেমনি অন্যদিকে ভোক্তাদের নিকট চূড়ান্ত পণ্য পৌঁছিয়ে দেয়। এ দুই প্রকার কার্যক্রমের সাহায্যে মধ্যস্থ ব্যবসায়ীরা ব্যবসা-জগতে অপ্রতিরোধ্য প্রভাব বিস্তার করে আছে। তাদেরকে বাদ দিয়ে আজকাল আর ব্যবসা-বাণিজ্যের কথা চিন্তাই করা যায় না।মধ্যস্থ ব্যবসায়ীরা এমন এক ধরনের ব্যবসায়ী,যারা নিজেরা পণ্য উৎপাদন করে না কিন্তু পণ্যের ব্যবসায় করে। উৎপাদকের নিকট থেকে পণ্য সংগ্রহ করে তারা
সে পণ্য অন্য কোন ব্যবসায়ী বা ভোক্তার নিকট পৌঁছিয়ে দেয়। তারা বস্তুতপক্ষে পণ্যের উৎপাদক ও ভোক্তার মধ্যে সংযোগ ঘটানোর কাজে লিপ্ত থাকে।
[Note: Sample Answer: Md Rakib Hossain Sojol (Bangla News Express)]
সাধারণত পণ্যের উৎপাদকের সংখ্যা থাকে সীমিত। অথচ ভোক্তা বা ব্যবহারকারীর সংখ্যা থাকে অগণিত এবং দেশেবিদেশে বিস্তৃত। দেশের অভ্যন্তরে প্রত্যন্ত অঞ্চলে, এমনকি দেশের সীমানার বাইরে পণ্যের ভোক্তারা অবস্থান করে। এসব ভোক্তার সাথে সরাসরি সংযোগ স্থাপন করা উৎপাদকের পক্ষে প্রায় অসম্ভব বলা চলে। অপরদিকে, ভোক্তাদের পক্ষেও দূর- দূরান্তে অবস্থিত বিভিন্ন পণ্যের উৎপাদকদের সাথে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয় না। উৎপাদক ও ভোক্তার মধ্যকার এ দূরত্ব বা বিচ্ছিন্নতা দূর করা জন্য এক শ্রেণির ব্যক্তি (বা প্রতিষ্ঠান) উভয় পক্ষের মধ্যে সংযোগ সাধনের কাজে নিজেদেরকে নিয়োজিত রাখে। তারা মুনাফার বিনিময়ে উৎপাদকের পণ্য ভোক্তার নিকট পরিবেশনের ব্যবস্থা করে। এদেরকেই বলা হয় মধ্যস্থ ব্যবসায়ী। তারা উৎপাদক ও ভোক্তার মাঝখানে অবস্থান করে এবং পণ্যের স্বত্ব বা মালিকানার অধিকারী হয়।
১. পণ্য বাছাইকরণ : পণ্যদ্রব্যকে বিক্রয়-উপযোগী করে সাজানোর প্রথম পদক্ষেপ হলো পণ্য বাছাইকরণ। এ পর্যায়ে মধ্যস্থব্যবসায়ী বিচিত্র রকমের সংগ্রহগুলোকে আপেক্ষিকভাবে সমরূপ শ্রেণীতে বিভক্ত করে। কারণ এরূপ না করা হলে বিবিধ রকমের পণ্য থেকে চূড়ান্ত ভোক্তার জন্য প্রয়োজনীয় পণ্য খুঁজে বের করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। কৃষিজাত ও আহরিত পণ্যের বিপণনের ক্ষেত্রে বাছাইকরণ হলো প্রথম পদক্ষেপ। পাটের পর্যায়িতকরণ বাছাইকরণ প্রক্রিয়ার প্রকৃষ্ট উদাহরণ।
২. পুঞ্জিভূতকরণ : মধ্যস্থব্যবসায়ীরা বিভিন্ন রকমের পণ্য সংগ্রহ করে এবং সেগুলো মজুদ করে রাখে। এরপর পণ্যের বৈশিষ্ট্য অনুসারে সমরূপ পণ্যশ্রেণিতে বিশাল সংগ্রহকে বিভক্ত করে। এ প্রক্রিয়ায়
[Note: Sample Answer: Md Rakib Hossain Sojol (Bangla News Express)]
৩. বিভক্তকরণ : বিপুল পরিমাণ সমরূপ পণ্য-মজুদকে ক্ষুদ্রতর অংশে বা লটে (খড়ঃ) বিভক্ত করার
কাজকে বলা হয় বিভক্তকরণ। পাইকাররা সাধারণত বৃহৎ লটকে ক্ষুদ্র লটে বিভক্ত করে এবং খুচরা ব্যবসায়ীদের
নিকট ক্ষুদ্র লটে পণ্য বিক্রি করে। পাইকার ব্যবসায়ীরা পণ্যের ডিপো হিসেবে কাজ করে এবং বাজারের চাহিদা
অনুযায়ী অন্যদেরকে ছোট ছোট লটে পণ্য সরবরাহ করে।
৪. পণ্য সজ্জিতকরণ : গ্রাহকরা একই স্থানে একসাথে যেভাবে পেতে চায়, পণ্যসামগ্রীকে সেভাবে
সাজানোকেই ‘পণ্য সজ্জিতকরণ’ বলা হয়। বিশেষত খুচরা পর্যায়ে গ্রাহকদেরকে চাহিদা অনুয়ায়ী পণ্য সরবরাহ
করার উদ্দেশ্যে খুচরা ব্যবসায়ীরা পণ্যের সুন্দর সজ্জিতকরণের ব্যবস্থা করে।
উৎপাদক ও ভোক্তার মধ্যকার দূরত্ব দূর করা জন্য এক শ্রেণির ব্যক্তি (বা প্রতিষ্ঠান) মুনাফার বিনিময়ে উৎপাদকের পণ্য ভোক্তার নিকট পরিবেশনের ব্যবস্থা করে। এদেরকেই বলা হয় মধ্যস্থব্যবসায়ী। মধ্যস্থব্যবসায়ীদের অধিক হারে পণ্য ক্রয় করতে হয়। আবার মধ্যস্থব্যবসায়ী সব ধরনের পণ্য ক্রয়-বিক্রয়ের কাজে জড়িত নয় বরং অল্প সংখ্যক একই
ধরনের পণ্য নিয়ে কাজ করে। মধ্যস্থব্যবসায়ীরা পণ্য বন্টনের সাথে জড়িত কার্যাবলির সাথে সাথে পণ্য বাছাইকরণ, পুঁজিকরণ, বিভক্তকরণ, পণ্য সজ্জিতকরণ ইত্যাদি কাজও করে থাকে।
[Note: Sample Answer: Md Rakib Hossain Sojol (Bangla News Express)]
মধ্যস্থব্যবসায়ীদের তিনটি ভিত্তিতে ভাগ করা যায়: যথাবণিক মধ্যস্থব্যবসায়ী, প্রতিনিধি মধ্যস্থব্যবসায়ী ও কার্যভিত্তিক মধ্যস্থব্যবসায়ী। যদিও মধ্যস্থকারবারীগণ পণ্য উৎপাদনের সাথে জড়িত থাকে না, তথাপি পণ্য উৎপাদনের ক্ষেত্রে তাদের গুরুত্ব অপরিসীম। একটি দেশের উৎপাদক, ভোক্তা এবং সমাজ কাঠামোতে মধ্যস্থকারবারী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে থাকে। আবার মধ্যস্থব্যবসায়ের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে, এ ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট কার্যক্রমের কারণে চূড়ান্ত ভোক্তা বেশি মূল্যে পণ্য করছে এবং মধ্যস্থব্যবসায়ের অসহযোগিতার কারণে পণ্যের উৎপাদন ব্যহত হওয়ার সম্ভাবনা থাকে।
H.S.C
- ব্যয়যােগ্য মূল্য নির্ধারণ ও ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটি বেশি উপযুক্ত বলে তুমি মনে কর
- পণ্যের জীবন চক্রের বিভিন্ন স্তরে বাজারজাতকরণ প্রয়োগ পূর্বক মতামত দাও
- “প্রত্যাশিত অবস্থান দখলের জন্য পরিকল্পলিতভাবে মার্কেটিং কৌশল গ্রহণ করতে হয়।”
- বাংলাদেশে বাজারজাতকরণে প্রভাব বিস্তারকারী পরিবেশগুলোর প্রয়োগ দেখাও
- Hsc Bm Marketing Policy(1818) Assignment Answer 2021
- HSC BM Business Organization and Management 1 (1817) Assignment Answer
- বৈধ চুক্তি কি, চুক্তি ছাড়া অংশীদারী কারবার সম্ভব কি,অংশীদারী কারবারের অংশীদার হতে পারে না
- রাষ্ট্রীয় ব্যবসায় কি,সমস্যা সমাধানের, করােনা প্রভাব, উপযুক্ত ক্ষেত্র সমূহ লিখবে
- বৈদেশিক বাণিজ্যের রপ্তানির পদ্ধতি গুলো লিখবে
- হােল্ডিং কোম্পানির প্রসার না ঘটার কারণ সমূহ লিখবে
S.S.C
- এসএসসি পরীক্ষা ২০২১ এর জন্য সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি।
- নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অষ্টম অধ্যায়ে ‘ঘুষ’
- নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ষষ্ঠ অধ্যায় ‘টাকশাল’
- নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের নবম অধ্যায়ে ‘মানবপাচার
- বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ৩য় অধ্যায়, সৌরজগৎ ও ভূমণ্ডল, বহুনির্বাচনী প্রশ্ন এসএসসি প্রস্তুতি
- নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অষ্টম অধ্যায়ে ‘পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগার’
- এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় : কাজ ক্ষমতা ও শক্তি, বহু নির্বাচনী প্রশ্ন পাঠ : ১
- পদার্থবিজ্ঞান ৪র্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি প্রশ্ন – এসএসসি প্রস্তুতি
- S.S.C – Preparation Grammar : Passage Narration
- অনুধাবন মূলক প্রশ্ন ৯ম শ্রেণি পদার্থবিজ্ঞান, ৩য় অধ্যায় বল (Force)